নবম-দশম শ্রেণীর সৃজনশীল প্রশ্ন ও উত্তর (১ নভেম্বর)

প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com প্রকাশিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা ৩০ অক্টোবর প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেইসাথে তোমাদের অনুশীলনের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের আরও একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করব।

আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (পদার্থবিজ্ঞান)

নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
স্বপন তার ছোট ভাইকে নিয়ে এক শীতের সকালে তাদের স্কুল মাঠে দৌড় প্রতিযোগিতা করতে গেলো। সে যখন তার ভাইয়ের সাথে কথা বলছিল তখন খেয়াল করল তার কথার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। স্কুল বিল্ডিং থেকে 75 m দূরে থাকা অবস্থায় কথা বলার 0.40 S পর প্রতিধ্বনি তার কানে আসছিল। স্কুল বিল্ডিং-এর দিকে এগোতে থাকলে সে একসময় আর প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল না। একই রকম শব্দ সে যখন ঐদিন দুপুর বেলা (যখন বায়ু শুষ্ক ও তাপমাত্রা 30°C ছিল) করল, তখন সকাল বেলা যেখান থেকে প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল না,ঠিক সেখান থেকেই প্রতিধ্বনি শুনতে পারলো। 
ক. শব্দ উৎপত্তির কারণ কী?
খ. মহাকাশে কোনো রকম বিস্ফোরণ ঘটলে তার শব্দ আমরা শুনতে পাই না কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত দিনে সকাল বেলায় শব্দের বেগ কত ছিল?
ঘ. প্রতিধ্বনি শোনার ব্যাপারে একই জায়গায় স্বপনের দুই রকম অভিজ্ঞতা হলো কেন, বিশ্লেষণ করো।

নমুনা উত্তরঃ

ক. শব্দ উৎপত্তির কারণ হলো বস্তুর কম্পন।

খ. শব্দ শোনার জন্য শব্দ শুধু উৎপন্ন হলে হয়না। এটি সঞ্চালিত হতে হয়। আর এই সঞ্চালনের জন্য দরকার নিরবিচ্ছিন্ন জড় মাধ্যম। যদিও পৃথিবীতে নিরবিচ্ছিন্ন বায়ু মাধ্যম আছে। কিন্তু মহাশূন্যে বায়ু বা অন্য কোনো জড় মাধ্যম নেই। তাই মহাকাশে কোনো রকম বিস্ফোরণ ঘটলেও তার শব্দ পৃথিবীতে এসে পৌঁছায় না। এতে মহাকাশে কোনো রকম বিস্ফোরণ ঘটলে তার শব্দ আমরা শুনতে পাই না।

গ. স্বপন যখন স্কুল বিল্ডিং থেকে 75 m দূরত্বে ছিল, তখন শব্দ উৎপন্ন হওয়ার 0.40 s পর প্রতিধ্বনি শোনা যাচ্ছিল।
এইক্ষেত্রে, শব্দ স্বপনের কন্ঠ থেকে উৎপন্ন হয়ে স্কুল বিল্ডিং-এ প্রতিফলিত হয়ে আবার স্বপনের কানে ফিরে আসতে মোট 150 m দূরত্ব অতিক্রম করে। এবং এই পথ অতিক্রম করতে সময় লাগে 0.40 s।
আমরা জানি,

শব্দের বেগ
                      
সুতরাং উদ্দীপকে উল্লেখিত দিনে সকাল বেলায় শব্দের বেগ ছিল = 375 m/s

ঘ. আমরা জানি, প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ ও এর প্রতিধ্বনির মধ্যে নূন্যতম সময়ের ব্যবধান 0.1 s হওয়া প্রয়োজন।

তাই প্রতিধ্বনি শোনার জন্য, স্বপনের অবস্থান স্কুল বিল্ডিং থেকে এমন একটি নূন্যতম দূরত্বে হতে হবে যাতে উৎপন্ন শব্দ স্কুল বিল্ডিং পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে অন্তত 0.1 s হয়।

এবং এই সময়ের মধ্যে শব্দটি দুইবার এই নূন্যতম দূরত্ব অতিক্রম করে।
ধরি, এই নূন্যতম দূরত্ব = d m

আমরা আগেই নির্ণয় করেছি, সকালবেলা শব্দের বেগ ছিল = 375 m/s

সুতরাং আমরা পাই,

শব্দের প্রতিধ্বনি

সুতরাং সকালবেলায় শব্দের প্রতিধ্বনি শুনতে স্বপনকে স্কুল বিল্ডিং থেকে অন্তত 18.75 m দূরত্বে থাকতে হয়েছিল। যেই মুহূর্ত থেকে তার দূরত্ব স্কুল বিল্ডিং হতে 18.75 m এর কম হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্ত থেকে সে আর প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলনা।

কিন্তু দুপুর বেলা সে যখন একই রকম শব্দ করল তখন বায়ু ছিল শুষ্ক এবং তাপমাত্রা ছিল 30°C। আমরা জানি, এইক্ষেত্রে শব্দের বেগ হয় 350 m/s এবং শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের নূন্যতম দূরত্ব হতে হয় 17.5 m।

এই কারণে, স্বপন সকালবেলা 18.75 m এর কম দূরত্বে প্রতিধ্বনি শুনতে না পারলেও, দুপুরবেলা সেই জায়গায়ই প্রতিধ্বনি শুনতে পেল।

আজকের সৃজনশীল প্রশ্ন (পদার্থবিজ্ঞান)

নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রতন 0.965 N ওজনের একটি স্বর্ণের বারের বিশুদ্ধতা পরীক্ষা করতে গিয়ে এটিকে একটি বিকারে রাখা 10-4 m3 পানির মধ্যে ডুবালো। এতে 0.05 N ওজনের পানি বিকার থেকে পড়ে গেল। ঐ মুহুর্তে পানির তাপমাত্রা ছিল 20°C এবং ঐ তাপমাত্রায় পানির আপেক্ষিক গুরুত্ব = 0.998। রতন হিসেব নিকেষ করে দেখলো তার স্বর্ণের বারটি পুরোপুরি বিশুদ্ধ ।

ক. ঘনত্ব কাকে বলে?
খ. লোহার একটি টুকরা পানিতে ডুবে গেলেও লোহার জাহাজ পানিতে ভাসে কেন?
গ. স্বর্ণের বারটি ডুবানোর পূর্বে বিকারে থাকা পানির ভর কত ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করো।
ঘ. স্বর্ণের বারটির বিশুদ্ধতা নিয়ে রতনের সিদ্ধান্তটি মূল্যায়ন করো।

প্রশ্নটির নমুনা উত্তর

প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়বেনা। এই ক্ষেত্রে তোমাদের দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভাল করতে হলে, এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং পরে আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।

মতামত জানাতে এখানে ক্লিক করো।